ক্যাটরিনার পাত্র খুঁজছে মা!

ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইদানীং বেশ আলোচনায় আছেন ক্যাটরিনা কাইফ। গুঞ্জন উঠেছে খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।
বিজনেস অব সিনেমার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যাটরিনার মা মেয়ের জন্য বর খুঁজে বেরাচ্ছেন। নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেছেন ক্যাটরিনার মা।
যদিও এই খবরটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্যাটরিনার মা তার মেয়েকে বিয়ের পিঁড়িতে দেখতে চান।
ক্যাটরিনাকে বিয়ে করে তাদের প্রেমের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর কাপুর। কিন্তু এ বছরের শুরুতেই তাদের সম্পর্কের ভাঙনের খবর সবাইকে হতবাক করেছে। যদিও কোনো পক্ষই তাদের সম্পর্কের ভাঙনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। সূত্র- ওয়ান ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ