
ডেস্ক: টানা ছয় বছরের প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর ভক্তদের কত হৃদয় ভাঙা প্রশ্নের উত্তর যে এড়িয়ে গেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয় পরস্পরকেও এড়িয়ে চলেছেন তারা। এমনকি বিচ্ছেদের বিষয় নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা।
তবে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে এবার মুখ খুললেন রণবীর। একটি টিভি চ্যানেলের শর্ট প্রোমোতে তার বিচ্ছেদের বিষয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে রণবীরকে জিজ্ঞাস করা হলে এই ‘রকস্টার’ তারকা বলেন, এই ঘটনা সত্যিকার অর্থেই ভিত্তিহীন গুজব, মুখরোচক খবর, অনুমান এবং দৃষ্টিকোণের মাধ্যমে বিদ্ধ হয়েছে। এটা আমার জন্য যন্ত্রণাদায়ক। কেননা, আমার বাবা-মায়ের পরে সেই আমার জীবনের সবচেয়ে বেশি প্রভাববিস্তারকারী ও প্রেরণাদাত্রী।
রণবীরের এই স্বীকারোক্তির পর ক্যাটরিনা কি প্রতিক্রিয়া দেখাবেন সেটি এখন দেখার অপেক্ষায় তার ভক্তরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন ও সম্পাদনা: শিপন আলী