
ঢাকা: প্রায় ১ যুগ আগে ময়মনসিংহের গার্লস ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শার্মিলা শাহরিন পলিন হত্যার অভিযোগে ময়মনসিংহের বিচারিক আদালতে মামলা চলবে কিনা সে বিষয়ে আগামী ৬ এপ্রিল রায়ের দিন ধার্য্য করেছেন হাইকোর্ট। রায়ের দিন নির্ধারণীর বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন নিহত পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি।
এর আগে ২১ মার্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমম্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন নির্ধারণ করে আদেশ দেন।
আদালতে বাদী পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার খন্দকার মাহবুব হোসেন।অন্যদিকে আসামীপক্ষে শুনানি করেন ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ।
এর আগে ২০১৬ সালের ১ জুন আসামী পক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে পলিন হত্যা মামলার বিচার ৬ মাস স্থগিত করে রুল জারি করেন হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। এরপর আদালত রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ের জন্য আগামী ৬ এপ্রিল দিন নির্ধারণের আদেশ দেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই ময়মনসিংহ কোতয়ালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন কলেজের প্রিন্সিপাল খাদেমুল ইসলাম। পরে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি ময়মনসিংহ জেলা জজ আদালতে কারো নাম উল্লেখ না করে দ্বায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত হত্যার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ম্যাজিস্ট্রেট মো. আলামিন ২০১৩ সালের ২২ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩ মার্চ ময়মনসিংহের জজ আদালত মেজর নাজমুল হক সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অন্য চার অভিযুক্ত হলেন-ক্যাডেট কলেজের সহযোগি অধ্যাপক আবুল হোসেন,নন কমিশন্ড অফিসার মো. নওশেরুজ্জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মনির আহমেদ চৌধুরী। ৫ আসামির মধ্যে মেজর নাজমুলসহ ৪ জন জামিনে রয়েছেন। মেজর মনির পলাতক।
প্রতিবেদক: ফায়েজ, সম্পাদনা: জাবেদ