
ঢাকা: রাজধানীর আজিমপুরে “নিটো ক্যাবল ইন্ডাট্রিজ লিমিটেড”কে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে এপিবিএন-৫ এর অপারেশনাল টিম, ঢাকা জেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, নিটো ক্যাবল ইন্ডাট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির বিএসটিআই এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলেও কোম্পানিটি তা নবায়ন না করে অবৈধভাবে ক্যাবল তৈরী ও বাজারজাত করে আসছে। যা বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (এ্যামেন্ডমেন্ট এ্যাক্ট)-২০০৩ এর ২৪ লংঘন করায় ৩১(এ) ধারায় অপরাধ। প্রতিষ্ঠানের মালিক মহিউদ্দিন (৪৭) এ অপরাধ স্বীকার করলে তাকে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব জামিল এবং বিএসটিআই কর্মকর্তা রেজানুর রহমান উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস