
ঢাকা: মঞ্চে কাটিয়ে দিয়েছেন জীবনের একুশ বছর। পর্দার সামনে পেয়েছেন অভিনেত্রীর যোগ্য সম্মান, ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উত্তরের সুর’-এর ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১২’ তার অর্জনের কথাই বলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী হিসেবে গুরু হিসেবে পেয়েছিলেন সেলিম আল দীনকে, সফলতা পেয়েছেন নাটকে, বিজ্ঞাপনে, এবং নির্মাণে। মাঝে আবার তাকে দেখা গিয়েছিলো উপস্থাপনায়, আর এখন ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপন নির্মাণে।
বলা হচ্ছে লুসি তৃপ্তি গোমেজের কথা। সম্প্রতি ভিসা জালিয়াতির বিষয়ে বাংলাদেশিদের সচেতন করতে একটি ভিডিও চালু করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, প্রচারণামূলক এই বিজ্ঞাপনটি নির্মাণ করেন লুসি।
দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গৌরলেই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যথাযথভাবে আবেদন করে। যোগ্য সব আবেদনকারী যাতে প্রতারণার মুখে না পড়ে সেটিই আমরা চাই, তাই ভিডিওটি বানানো হয়েছে।’
এখানে পর্দায় দেখা মিলবে গায়ক ইমতিয়াজ আহমেদ বিবেক ও তামান্না হক বর্না’র। ভিডিওটির সঙ্গীত আয়োজন করেছেন বিবেক। অভি কিম্বেল’র কথা ও সুরে কণ্ঠ দিয়েছেন শুভ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই