
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে বলে এক বিবৃতিতে জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
আজ শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা এরশাদকে দেখে এবং সিএমএইচের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে এমনই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিরোধীদলীয় উপনেতা সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার সন্তান রাহ্গীর আল মাহে এরশাদ।
এর আগে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নয়। গতকালের চেয়ে আজকে তার অবস্থা ভালো। সার্বিকভাবে তিনি যে অবস্থায় এসেছিলেন, ডাক্তারদের মতে তার অবস্থা ৪০ ভাগ উন্নতির দিকে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।’
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর