
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো সেরা খেলোয়াড়দের নিয়ে তিন ফরম্যাটের আলাদা একাদশ ঘোষণা করেছে। এই তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বছরটি মিরাজের স্বপ্নের মতোই কেটেছে। কিছুদিন আগেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডের অভিষেক সেঞ্চুরির দেখা পান।
মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সেই সিরিজ জেতে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে মিরাজের কীর্তি ওয়ানডে ক্রিকেটের ক্লাসিক বলাটা মোটেও বাড়াবাড়ি হবে না। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও জেগেছিল হারের শঙ্কা। ৯ উইকেট পতনের পর মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাহসীকতার সঙ্গে জুটি গড়ে তিনি প্রথম ওয়ানডে জয়ের নায়ক হন। গুরুত্বপূর্ণ সময়ে ৩৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।
দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ আবারো দলকে মহাবিপদ থেকে রক্ষা করেন। ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে গড়েন ১৪৮ রানের জুটি। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন সেঞ্চুরি। ঠিক ১০০ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সিরিজ সেরাও হন মিরাজ।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: ট্রাভিস হেড, শুভমান গিল, বাবর আজম, শ্রেয়াস আয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলঝারি জোসেফ, মোহাম্মাদ সিরাজ, অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট।