
মস্কো: রুশ অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। গত মাসে বিতর্কিত এই এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অঙ্গীকার করেছিল রাশিয়া।
শুক্রবার রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ক্রিমিয়ায় অবস্থানরত রুশ বাহিনী আধুনিক ‘এস-৪০০ ট্রায়াম্ফ’ নামক বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে।
গত বুধবার রাশিয়ার সিকিউরিটি সার্ভিস এফএসবি দাবি করেছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্তৃক একটি সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে। যদিও ইউক্রেন সন্ত্রাসী হামলার কথা অস্বীকার করেছে।
এস-৪০০ ট্রায়াম্ফ রাশিয়ার অত্যাধুনিক শত্রু বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়ও এটি মোতায়েন করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটির বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করে আসছে রাশিয়া।
ক্রিমিয়া দখল করার পর থেকে ক্রিমিয়া উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করেছে রাশিয়া। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে