
ঢাকা: আর মাত্র ১১দিন পরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার। তাই ছুটির দিন শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেট নিউমার্কেটে দেখা গেছে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানিয়েছেন বিক্রি ভালো হচ্ছে, সামনে আরো ভালো হবে।
সাধ ও সাধ্যের মধ্যে সমস্বয় করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই নিউমার্কেটে সহজেই পাওয়া যায়। তাই উৎসব গুলোতে এখানে প্রচুর ক্রেতাসমাগম ঘটে। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর ভিড় এড়াতে সকাল-সকাল কেনাকাটায় আসেছেন। তবে সকাল, বিকেল, সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত ভিড় বাড়ছে।
আমিরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, স্ত্রীকে নিয়ে সকাল ১০টায় তিনি নিউমার্কেটে আসেন। তবে ভিড়ের জন্য কেনাকাটায় ভোগান্তি হয়েছে।
নিউমার্কেট গাউছিয়া ও চাঁদনীচকে মেয়েদের থ্রি-পিস, শাড়ি, থান কাপড়ের দোকান, শিশুদের বাহারি রঙ ও ডিজাইনের পোশাক, জুয়েলারি, কসমেটিসক, ব্যাগ, স্যান্ডেল, জুতাসহ নিত্যপ্রয়োজনী অনেক পণ্য এসেছে দোকানগুলোতে।
নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক, গাউছিয়া মার্কেটেও ক্রেতাদের ভিড়। ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে দেখা গেছে বিক্রেতাদের। পুরো নিউমার্কেট ও গাউছিয়ায় সাজানো দোকানের পাশাপাশি ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দোকান। সেগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। আর ক্রেতাদের এমন উপস্থিতি দেখে বিক্রেতাদের মুখে ফুটেছে হাসি।
বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে নিউমার্কেটের পোশাক বিক্রেতা মোসাদ্দেক আলী বলেন, ‘মার্কেট পুরা গরম। বিক্রি খুব ভালো হচ্ছে। আরো হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/হাজি