
ডেস্ক: ‘কেবিন ক্রুর জন্য আমার আবেদনটি বাতিল করে দেয় জেট এয়ারওয়েজ। তাদের ধারণা আমি ভাল ব্যক্তিত্বের অধিকারী নই।’ কথাটি বলেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
এক সময়ের ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সান্সভি কাভি বাহু থি’-এ অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন স্মৃতি ইরানি। তুলসি চরিত্রে অভিনয় করায় তুলসি নামেই পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
বালাজি প্রযোজনা সংস্থার এই সিরিয়ালের নির্মাতা ছিলেন বলিউড অভিনেতা জিতেন্দ্রর মেয়ে একতা কাপুর।
বুদ্ধিমতি স্মৃতি টেলিভিশন অভিনেত্রী থেকে খুব সহজেই বনে গেছেন রাজনীতিবিদ। সম্প্রতি ভারতের বিমান যাত্রী অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি জানি না সবাই জানেন কিনা যে, জেট এয়ারওয়েজে কেবিন ক্রু হওয়াটাই আমার প্রথম ইচ্ছে ছিল। সেসময় আমাকে বাদ দেয়ার সঙ্গে বলা হয়েছিল, আমি ভাল ব্যক্তিত্বের অধিকারী নই।’
তিনি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবা্দ এই প্রত্যাখানের জন্য। এরপর আমি চাকরি নেই ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয়। বাকিটা সবাই জানেন।’ আর সেখান থেকেই অভিনয়ের পথে যাত্রা শুরু করেন টিভি অভিনেত্রী স্মৃতি।
সাহসী এসব কথার পর ওই অ্যাসোসিয়েশন থেকে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সূত্র: ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন: আইরিন রবি, সম্পাদনা: সাইফুল ইসলাম