
ঢাকা: ইউরো ২০১৬ তে গ্রপ পর্বের শেষ ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়লো স্পেন। ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপেরচ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে পা রাখলো ক্রোয়েশিয়া।
ফ্রান্সের বোর্দোয় মঙ্গলবার রাতে আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে গেলেও বিরতির খানিক আগে নিকোলা কালিনিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আর শেষ দিকে তাদের জয় নিশ্চিত করা গোলটি করেন ইভান পেরিসিচ।
এই জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৭। গ্রুপ রানার্সআপ স্পেনের পয়েন্ট ৬।
গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিককে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। দশম মিনিটে বারাক ইলমাজের গোলে এগিয়ে যায় দলটি। ৬৫ মিনিটে ওজান তুফানের গোলে ব্যবধান বাড়ায় তারা। এই জয়ের পরও তুরস্কের শেষ ষোলোয় খেলা নিশ্চিত নয়। পরের পর্বে যেতে হলে দলটিকে তৃতীয় স্থানের সেরা চারটি দলের মধ্যে থাকতে হবে। তৃতীয় স্থানের সেরা চার দলের দুটি হয়ে দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই নিশ্চিত করেছে স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ড।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস