
ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ও করিম বেনজেমার দারুণ গোলে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে স্বাগতিক কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। রবিবার জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত খেলাটির নবম মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ব্যবধান ধরে রেখে বিরতিতে যেতে পারেনি। ৪৪তম মিনিটে শিবাসাকির গোলে খেলায় সমতা ফেরে কাশিমা। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধের শুরুতে শিবাসাকির আরো একটি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দলটি।
তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাশিমা। খেলার ৬০তম মিনিটে রিয়াল পেনাল্টি পেলে সুযোগটি মিস করেননি সদ্য ব্যালন ডি’অর পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে বেনজেমার সহায়তায় রিয়ালের হয়ে সূচক গোল করেন রোনালদো। খেলার ১০৪ তম মিনিটে কাশিমার কফিনে শেষ পেরেক ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়ালের এই পর্তুগিজ স্ট্রাইকার। এই জয়ে স্প্যানিশ জায়ান্টরা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি সব ধরণের প্রতিযোগিতায় টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত থাকারও রেকর্ড গড়লো। ২০১৪ সালেও এই শিরোপা জিতেছিল রিয়াল।
সূত্র: সকারওয়ে, প্রকাশ: তুহিন