
ঢাকা: বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার দক্ষিণ খানে বিমানবন্দর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্নার ক্যানসারে আক্রান্ত পিতাকে দেখতে গিয়ে রোববার সকালে তিনি এ আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, “দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে বিএনপি অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এটি নৈতিক দায়িত্বও বটে। দলের পক্ষ থেকে মুন্নার বাবার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও আর্থিক সহায়তা করা হয়।”
ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এসময় বলেন, “মুন্নার বাবার চিকিৎসা সহায়তার জন্য এর আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। কেউ কেউ কিছু সহায়তা করেন। কিন্তু তা একেবারেই অপ্রুতুল। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। দলের যারা বিত্তবান আছে, অসহায় এ পিতার সাহায্যে সাধ্যমতো তাদেরকে এগিয়ে আসতে আমি আহ্বান জানাচ্ছি।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ছাত্রদল নেতা শফিকুর রহমান মিঠু, কেএম নাজমুল হক প্রমুখ।
উল্লেখ্য, তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন বিমানবন্দর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্না। এ সময়ের মধ্যে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের