
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েলের আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের ভর্তি করা হয়। তারা ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকার রাজন পাটোয়ারী বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি লালমনিরহাটের তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে বলে জানা গেছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন-শাহাদাত হোসেন (২৮), তার স্ত্রী রূপালী (২০) এবং তাদের ছেলে রিফাত (২)। ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শাহাদাত হোসেনের শরীরের ৫৫ শতাংশ, রূপালীর ২০ শতাংশ ও রিফাতের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।
আহত শাহাদাৎ হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে আগুন ধরে মশারি ও আসবাবপত্রে আগুন ধরে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এতে পরিবারের তিনজনই দগ্ধ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শাহাদাৎ সুপারী ব্যবসায়ী। তার স্ত্রী রূপালী গার্মেন্টস কর্মী।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান