খাদ্য থেকে সমাজকল্যাণে প্রতিমন্ত্রী নুরুজ্জামান

ঢাকা: প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। তাকে খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অভ বিজনেস, ১৯৯৬-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দফতর পুনর্বণ্টন করেছেন। তিনি রোববার থেকেই ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই