
ওয়াশিংটন: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিএনএন কর্তৃক প্রকাশিত নতুন একটি বইয়ের প্রচ্ছদে তার খারাপ ছবি ব্যবহার করার জন্য চ্যানেলটিকে অভিযুক্ত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আসক্ত হবু মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার একটি টুইটের মাধ্যমে এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লিখেন, সিএনএন এইমাত্র ‘আনপ্রিসিডেন্টেড’ নামক একটি বই প্রকাশ করেছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং বিজয়ের উপর বিশ্লেষণমূলক বই। আশা করি এটা ভাল হবে কিন্তু এর প্রচ্ছদে আমার খারাপ একটি ছবি ব্যবহার করা হয়েছে।
সিএনএন পলিটিকস এর লেখক থমাস লেক ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ‘আনপ্রিসিডেন্টেড’ নামক বইটি লিখেন। সংবাদভিত্তিক চ্যানেলটি বইয়ের প্রসঙ্গে উল্লেখ করে এটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অহংকারী ধনকুবের, রিয়েলিটি টিভি তারকা, যার কোনো সামরিক অথবা সরকারী অভিজ্ঞতা নেই, রাজনীতির নিয়মের প্রতি যার কোনো শ্রদ্ধা নেই এবং মানুষকে অসন্তুষ্ট করার জন্য যিনি ভীত নন এমন একজন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের লড়াইয়ের গভীর বিশ্লেষণ।
ছয় ডিসেম্বর বইটি প্রথম প্রকাশিত হয়। এটির প্রচ্ছদের দুটি সংস্করণ রয়েছে। উদ্বোধনী সংস্করণে কঠোর চেহারার ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়েছে। আরেকটি সংস্করণে মঞ্চে দাঁড়িয়ে তাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। অবশ্য এটা স্পষ্ট নয় ৭০ বছর বয়সি হবু প্রেসিডেন্ট ঠিক কোন প্রচ্ছদটি নিয়ে অসন্তুষ্ট।
তবে নিজের খারাপ ছবি ব্যবহারের জন্য এবারই যে প্রথম গণমাধ্যমকে দোষারোপ করেছেন তা নয়। এর আগেও তিনি এই কাজটি করেছেন। নভেম্বরে মার্কিন পত্রিকা পলিটিকো এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক বৈঠকে এনবিসি নিউজ চ্যানেলের প্রেসিডেন্ট ডেবোরা টারনিসের কাছে অভিযোগ করেন, এনবিসি নেটওয়ার্কে তার সুন্দর ছবির পরিবর্তে এমন একটা ছবি ব্যবহার করা হয়েছে যেখানে তাকে বেশ মোটা দেখাচ্ছে। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ