
ডেস্ক: কোন স্পর্শ কেমন, তা চিনতে এখন স্কুল জীবনের শুরু থেকে পাঠ দেয়া হচ্ছে। খারাপ স্পর্শ টের পেলে কী করবে শিশু, তাও যে বুঝে নিতে হবে। না হলে সমস্যার সমাধান হবে কী ভাবে?
সে দিকটা ধরিয়ে দিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৬০০ শিক্ষার্থীকে নিয়ে হয়ে গেল কর্মশালা। শিশুদের সচেতন করা হলো ভাল এবং খারাপ স্পর্শের পার্থক্য নিয়ে। একই সঙ্গে খারাপ স্পর্শের মুখোমুখি হলে কী ভাবে তার মোকাবিলা করতে হবে, তার ধারণাও দেয়া হল তাদের।
সম্প্রতি ভারতের কোলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে হওয়া ওই কর্মশালায় কার্টুন ফিল্মে প্রজাপতি, পাখি, কুকুরের উদাহরণ দিয়ে বোঝানো হয় কোনো স্পর্শে বিপদের আঁচ পেলে কী করে তারা। খারাপ স্পর্শের ইঙ্গিত পেলে শিশুরাও তার প্রতিবাদ করে নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেয়া হয়।
সম্প্রতি রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনও এ সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করেছে। অনেকটা ওই নির্দেশিকা অনুসরণ করেই কর্মশালায় শিশুদের পাঠ দেয়া হয়। কর্মশালার সঞ্চালিকা সুনীতা কেডিয়া বলেন, ‘রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়লে নিজেরাই যাতে তার মোকাবিলা করতে পারে, শিশুদের সেটুকুই শেখানোর চেষ্টা হয়েছে।’
ওই স্কুলের অধ্যক্ষা অনিতা জর্জ বলেন, ‘পারিপার্শ্বিক নজরদারি এবং সুরক্ষার ব্যবস্থা কখনওই শিশুদের সচেতনতা ছাড়া সম্পূর্ণ হতে পারে না, তাই এই উদ্যোগ।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ভাল-খারাপ স্পর্শ নিয়ে পাঠ দেয়া হচ্ছে কোলকাতা বইমেলাতেও। শিশু সুরক্ষার জন্য পকসো আইন কী এবং অভিযোগ জানানোর নিয়মাবলী সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেয়া হচ্ছে সেখানে। বইমেলার ‘শিশুবন্ধু’ স্টলে এই পাঠ দেবে ‘রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার আয়োগ’। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী বলেন, ‘শান্তিনিকেতনের পৌষমেলায় এমন স্টল করা হয়েছিল। এই প্রথম বইমেলায় করা হলো।’
গ্রন্থনা ও সম্পাদনা: জাই