Tuesday, July 26th, 2016
খালাসের পর সালমান সমালোচকদের মন্তব্য
July 26th, 2016 at 3:49 pm
খালাসের পর সালমান সমালোচকদের মন্তব্য

মুম্বাই: অবৈধ হরিণ শিকার মামলায় খালাস পাওয়ায় সালমান খানের ভক্তরা বেশ খোশ মেজাজই রয়েছেন। খালাসের রায়ের পর সালমানের মোবাইলে যেন কল আসা বন্ধই হচ্ছিল না। তার ওপর একের পর এক অভিনন্দন বার্তা।

সে যাই হোক, রায়ের পর ভক্তদের এমন আচরণ খুবই স্বাভাবিক। তবে নিন্দুকদের কটু কথাও যেন থেমে নেই। টুইটারে সে ক্ষোভই ঝেড়েছেন সমালোকচরা।

টুইটারে একজন লিখেছেন, ‘একজন মানুষ হত্যা করেই দূরে সরে যেতে পারে, আর হরিণ তো একটি প্রাণী’। অন্য একজন লিখেছেন, ‘সালমানের গাড়ি চালকও খুব ভাল শিকার জানে, সুন্দর প্রতিভা’।

salman 2

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে সংরক্ষিত বনে বেআইনিভাবে বিপন্ন প্রজাতির দুটি কৃষ্ণহরিণ ও একটি চিঙ্কারা হরিণ শিকার করেন ‘সুলতান’ অভিনেতা সালমান খান। এই মামলাতেই খালাস দেয়া হয় তাকে। ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রে শ্যুটিংয়ের জন্য সেখানে যান অভিনেতা।

রায়ের ভক্তদের অভিনন্দনের পাশাপাশি সমালোচকদের কটু মন্তব্যও শুনতে হচ্ছে সালমানকে। এমনকি নায়ক যে দোষী নয়, এটি প্রমাণ করতে কিভাবে ১৮ বছর সময় লেগেছে তাও বলা হচ্ছে টুইটারে।

হারপিক পাটেল নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আদালত সালমানকে মুক্ত করতে সব কিছু সাজিয়েছেন। গানের ভাষায় তিনি ব্যঙ্গ করে বলছেন- ‘এমন কিছু ১৭ -১৮ বছরে প্রথমবার হয়েছে।’

এর আগে গত বছর ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলায় বেকসুর খালাস দেয়া হয় ‘বজরঙ্গি ভাইজান’ সালমানকে। সেসময়ও আনন্দে মেতে ছিলেন সালমান ভক্তরা।

এ বিষয়ে এক ব্যক্তি সমালোচনা করে লিখেছেন, ‘২০১৫ সালে সালমান মদ্যপ ছিলেন না, ২০১৬ সালে ভাই হরিণ শিকার করেননি, ২০১৭ সালে সে রাতে মূলত হরিণ চালাচ্ছিলেন সালমানের গাড়ি।’

তবে রায়ের পর ভক্ত ও সমর্থক যারা দুয়া করেছেন তাদের ধন্যবাদ জানাতে ভুলে যাননি ‘সুলতান’ অভিনেতা সালমান খান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক