
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ১১ আগস্ট ধার্য করেছে আদালত।
অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সাক্ষীদের জেরা হয়েছে।
বৃহস্পতিবার জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো। তবে সর্বোচ্চ আদালতে এ মামলা স্থগিতে খালেদা জিয়ার ‘লিভ টু আপিলের’ শুনানি পেনডিং ও অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে হাজির হননি। তার আইনজীবীরা সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন সপ্তমবারের মতো পিছিয়ে আগামী ১১ আগস্ট ধার্য করে আদালত।
এরপর জিয়া অরফানেজ মামলার চার সাক্ষী প্রাইম ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাবরক্ষক মাজেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা আলফা সানি ও মোখলেছুর রহমানকে জেরা করছে আসামিপক্ষ। এ পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১১ সাক্ষী।
ঢাকার বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে পৃথক এ দুর্নীতি মামলার বিচার চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ উল্লেখিত দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই