
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বেগম খালেদা জিয়ার দুটি আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি ১ আগস্ট।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির জন্য এ দিন ঠিক করেন বলে সাংবাদিকদের জানান ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এর আগে গত ৩১ মে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিচারের শেষ পর্যায়ে থাকা ওই মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নিম্ন আদালতে নাকচের পর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করলে গত ১৫ মে তা খারিজ করে রায় দেয় হাইকোর্ট|
এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদা জিয়ার আইনজীবীরা গত ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেয়। ওই আদেশে বাতিল চেয়ে পরদিন হাইকোর্টে দুটি আবেদন করেন খালেদা জিয়া। সেই আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ আদেশ দেয় হাইকোর্ট।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/জাই