
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন নিজের ‘প্রাণনাশের চক্রান্ত’-এর আজগুবি তথ্য উপস্থাপন করে জাতির সঙ্গে নিষ্ঠুর তামাশা করছেন।
দেশের একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন ইস্যুতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মিথ্যাচার পুরো জাতিকে বিস্মিত ও হতবাক করেছে। আওয়ামী লীগ মনে করে খালেদা জিয়ার এই নির্জলা মিথ্যাচার বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে কোনো ধরনের সভ্যতা, ভব্যতার লেশমাত্র নেই। খালেদা জিয়া ও বিএনপির রাজনীতি শিষ্টাচার ও নীতি বিবর্জিত এক অপরাজনীতি।
কাদের বলেন, তারা (বিএনপি)বিদেশের বিশেষ অতিথিদেরও অসম্মান, অপমান করতে কুণ্ঠাবোধ করেন না। বিএনপি নেত্রী তার সহযোগী ’৭১-এর ঘাতক স্বাধীনতা বিরোধী জামাতিদের হরতাল সমর্থন দেখিয়ে সফররত ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে নির্ধারিত সাক্ষাৎকার কর্মসূচি বাতিল করে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিলেন তার জন্য সেদিন সমগ্র জাতি লজ্জা পেয়েছে। ঘটনার ৩ বছর পর এই নিয়ে বিএনপি চেয়ারপার্সন নিজের ‘‘প্রাণনাশের চক্রান্ত”-এর আজগুবি তথ্য উপস্থাপন করে জাতির সাথে নিষ্ঠুর তামাশা করছেন।
ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, মহান জাতীয় সংসদ নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তা জাতির সাথে ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। মহান জাতীয় সংসদ নিয়ে বেগম খালেদা জিয়ার কটাক্ষ বিএনপির ভুল রাজনীতির হতাশার বহিঃপ্রকাশ।
ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের জনগণ এখনো বিএনপির হত্যা, নির্যাতন, নিপীড়ন ও গুমের রাজনীতির কথা ভুলে যায়নি।
বিবৃতিতে ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি নেত্রী খালেদা জিয়া দায়িত্বশীলতার পরিচয় দেবেন। নিত্যকার মনগড়া মিথ্যাচার ও অর্বাচীন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকবেন এবং গণতন্ত্র ও রাজনীতির ইতিবাচক সুস্থ ধারায় ফিরে আসবেন।
প্রতিবেদক: ইয়াছিন রানা, সম্পাদনা: জাহিদ