
ঢাকা: রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা ও দুর্নীতির ১২ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার জনসন রোড, ভিক্টোরিয়া পার্কসহ পুরো আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গণ এবং আপশাপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। আদালতের প্রবেশপথগুলোতে তল্লাশি করে তারপর আইনজীবী ও বিচারপ্রার্থীদের ঢুকতে দেয়া হচ্ছে। আইনজীবীদের পরিচয়পত্রও দেখাতে হচ্ছে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বেলা ১১টার পর তার মক্কেল আদালতে হাজির হবেন। খালেদা জিয়া হাজিরা দেবেন দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায়।
জানা গেছে, দারুসসালাম থানার নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন খালেদা জিয়া। এসব মামলায় তাকে পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। অপর তিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। দারুসসালাম থানা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাটি ঢাকার ২নং বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে নিম্ন আদালতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির নবগঠিত কমিটি। বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদেরও আদালত প্রাঙ্গণে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/জাই