
ভোলা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে না এসে হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ্।
শুক্রবার সকাল ১১টায় শহরের গাজীপুর বাস ভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে না এসে হতাশায় ভুগছেন। তার দল বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই তিনি রাজনৈতিক শিষ্টাচার ছাড়াই উল্টা-পাল্টা কথা বলছেন।’
তিনি বলেন, ‘বেগম জিয়ার মধ্যে শিষ্টাচারের পরিবর্তে বর্তমানে উগ্রতা ভর করেছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার চেষ্টা করছেন। মূলত এর মাধ্যমে তিনি তার হতাশাকেই প্রকাশ করছেন।’
রমজানে বাজার মূল্যের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে বর্তমানে বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। শুধু চিনির দাম ছাড়া সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। অতীতের যে কোনো সময়ের চাইতে বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।’
বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ভোলার নদী ভাঙ্গন রোধে ৪০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। অচিরেই এর কাজ শুরু করা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে ভাঙ্গন বন্ধে ১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। শনিবার থেকে নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য এখানে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/জাই