
ঢাকা: রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের শটগানের গুলিতে একই পরিবারের তিন জন আহত হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে বেল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে আব্দুল আলিম (২৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ব্যক্তির নাম হামিদুর রহমান।
জানা গেছে, সৌধ মিয়ার জমির ওপর দিয়ে পাশের বউড়া গ্রামের হামিদুর রহমান ড্রেজারের পাইপ নেয়া হচ্ছিল। ভোরে এ ঘটনা দেখতে পেয়ে আরও কয়েকজনকে নিয়ে প্রতিবাদ করতে যান সৌধ মিয়া। এ সময় হামিদুর রহমান শটগান দিয়ে গুলি চালান। গুলিতে ওই তিনজন আহত হন। তাদের পায়ে ও উরুতে আঘাত লাগে। সকাল সাড়ে আটটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী