
ঢাকা: খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বকতার আহম্মেদ (৩২) ও মোঃ নুর আলম (৪০)। ডিসি মাসুদ জানান, বৃহস্পতিবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর ৮ নং রোডে ডেসকো ভবনের পিছনের রাস্তায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে আছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসজি