খিলক্ষেতে ২ লাখ পিস ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে খিলখেতের লোটাস কামাল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/ওয়াইএ