খিলগাঁওয়ে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে খিলগাঁও থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম খান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার ভোররাতের দিকে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী তিতাস রোডের মোড় থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ও একটি প্রাইভেটকারসহ খোকন চন্দ্র দে ও মো. আবুল খায়ের নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই