
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
শনিবার গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাত বাঁশপট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই অজ্ঞাত যুবক নিহত হন। তার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর। পুলিশ রাত পৌনে ৩টার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে।
এদিকে ডিবি পুলিশ পরিদর্শক বাহাউদ্দিন জানান, রাতে মোটরসাইকেল আরোহী তিন যুবক পুলিশের তল্লাশি চৌকি পার হচ্ছিল। পুলিশ সিগন্যাল দিলে তারা মটরসাইকেল না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে এবং যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
ডিবির এই পরিদর্শকের দাবি, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস