খিলগাঁয়ে জামায়াত নেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে মো. আহসান হাবিব নামে এক জামায়াত নেতাকে গ্রেফতারের করেছে পুলিশ। মঙ্গলবার খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, আহসান হাবিব খিলগাঁও এলাকার একজন সন্ত্রাসী। গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী হাবিবের বিরুদ্ধে খিলগাঁও থানায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও ডিএমপির অন্যান্য থানার একাধিক মামলার আসামি হাবিব। তিনি ভোলার বাসিন্দা।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি