খুঁজতে হচ্ছে রাজস্বের খাত

ঢাকা: নাগরিকদের যথাযথ সেবা দিতে এখন বাড়তি অর্থ প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘তাই কোথায় কোথায় রাজস্ব আদায়ের সুযোগ আছে, তা খুঁজতে হচ্ছে।’
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক অংশীদারি সভায় এ কথা বলেন তিনি। সভায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন’ও কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
এসময় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘ভোগ্যপণ্য আমদানি করলে কিংবা এ শহর থেকে পণ্য রফতনি করলে যে রাজস্ব আদায় হবে, তা নগরবাসীর জন্য খরচ করা হবে।’
রাজধানীতে ভোগের জন্য কোনো পণ্য আমদানি করলে এবং রাজধানীতে উৎপাদিত কোনো পণ্য রফতনি করলে নির্দিষ্ট হারে কর নির্ধারন করা যেতে পারে বলেও মন্তব্য করেন তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি