
গাজীপুর: খুনের দায়ে স্বামী-স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গাজীপুরের খাইলকুর এলাকায় এক বাড়িওয়ালাকে হত্যার দায়ে ওই ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। একই সাথে প্রত্যেককে আরও ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ভরনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা বেগম ও তাদের ছেলে মুরাদ হোসেন ওরফে তারেক। ২০০৮ সালের ১৫ মে সাবিহা বেগম নামে এক বাড়িওয়ালাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া বুধবার (৩ আগস্ট) এ মৃত্যুদণ্ডাদেশ দেন।
গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার জমির হোসেনের পাশের বাড়িতে আসামিরা ভাড়া থাকতো। ২০০৮ সালের ১৪ মে বিকালে আসামিরা পরস্পর যোগসাজশে জমির হোসেনের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। জমির হোসেনের স্ত্রী সাবিহা বেগম আলমারী থেকে স্বর্ণালংকার বের করার সময় তাদের দেখে ফেলে। এ কারণে আসামিরা সাবিহাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় জমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা বেগম ও তাদের ছেলে মুরাদ হোসেন ওরফে তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেই অভিওেযাগের ভিত্তিতে তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই