
খুলনা: খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রবিবার রাত সোয়া ১১টার দিকে খানজাহান আলী সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই গোপালগঞ্জ পৌর যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতা ছিল।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল। অপরদিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে আরেকটি ট্রাক রূপসা সেতুর দিকে যাচ্ছিল। লবণচরা থানা এলাকার খাজুর বাগান অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ পৌর যুবলীগের সহ সভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ, ছাত্রলীগ সদস্য অনিমুল ইসলাম ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ।
এদিকে, এক সাথে এ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম। সকাল থেকেই নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে নিহতদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়। তাদের লাশ গোপালগঞ্জ আনার খবরে ভোর রাত থেকেই হাসপাতাল এলাকায় ভিড় জমায় নিহতদের স্বজন, রাজনৈতিক নেতাকর্মী, বন্ধু, সহপাঠীসহ সব শ্রেণি পেশার মানুষ।
সকাল সাড়ে ৭টার পর একে একে নিহতদের লাশ অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। এ সময় স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।
আজ সোমবার বাদ জোহর নিহত ওই পাঁচ ছাত্রলীগ ও যুবলীগ নেতার নামাজের জানাজা গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে আর