
খুলনা: জেলা গোয়েন্দা পুলিশ একটি বাঘের চামড়াসহ ৬ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে এই বাঘের চামড়াটি অস্ট্রেলিয়ার এক ক্রেতার কাছে ১৮ লাখ টাকায় বিক্রির বায়নাপত্র হয়েছিল।
জেলা গোয়েন্দা ইনচার্জ আককাস আলী স্বাক্ষরিত বুধবার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে এই বাঘের চামড়াটি উদ্ধার করা হয়। একই সময় সেখান থেকে একটি দেশী পাইপ গান ও তিনটি কার্তুজ জব্দ করা হয়।
ঘটনাস্থলে থেকে আবুল কালাম (৪৪), সোহরাব (৪২), শেখ আব্দুর রব (৬১), মো. জালাল উদ্দিন (৩৩), মাছুম বিল্লাহ (২৯) ও গোলাম রব্বানীকে (৪৫) আটক করা হয়েছে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ঢাকাস্থ অজ্ঞতনামা মহিলার মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রেতার কাছে বাঘের চামড়াটি বিক্রিয়ের বায়নাপত্র হয়েছিল। ঐ অজ্ঞাতনামা মহিলার প্রতিনিধি হিসেবে আসা সোহরাব হোসেনকেও আটক করা হয়েছে। বাঘের চামড়া ঢাকা নিয়ে যাবার নিরাপত্তার জন্য এই অবৈধ অস্ত্রও তারা সংগ্রহ করেছিল।
বাঘের চামড়া বিক্রি চূড়ান্ত হবার পর বনদস্যুদের নিকট থেকে দেড়মাস আগে তারা এই বাঘের চামড়াটি সংগ্রহ করেছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদন: প্রতিবেদক, সম্পাদনা: ইয়াসিন