
খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। গুলিটি লক্ষ্যভেদ করে পথচারী শিপ্রা কুণ্ডুর (৫০) গায়ে লাগলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা মাহমুদ সেখানে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। আর শিপ্রা কুণ্ডু পূজা-অর্চনার জন্য ওই মন্দির এলাকায় যাচ্ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহত শিপ্রা কুণ্ডু ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন কুণ্ডের স্ত্রী।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।
খুলনা সদর থানা পুলিশের এএসআই পুলক জানান, ঘটনার পর হামলার স্থান থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এদিকে, হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে খুলনা প্রেসক্লাবে এসে সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, হাফেজ মো. শামীম।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি