খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

খুলনা: ফুলতলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার মধ্যরাতে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, বোমা ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
ওসি আসাদুজ্জামান জানান, রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতদল পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। নিহত বোমা বেলালের নামে ১০টি মামলা রয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল নামে সনাক্ত করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি