খুলনায় মাইক্রোবাস উল্টে নিহত ২

খুলনা: ডুমুরিয়ায় একটি মাইক্রোবাস উল্টে শিমুল ও সোহান নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের চুকনগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকের চুকনগর ইউনিয়ন কাঞ্চনপুরের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল ‘হেলথ কেয়ার’ নামে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাস। কাঞ্চননগর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শিমুল ও সোহান ঘটনাস্থলেই মারা যান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএ/ওয়াইএ