
বেনাপোল: সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ২২ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মঙ্গলবার সকালে দলটি বাংলাদেশে আসে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফের প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। খুলনায় বিজিবির সেক্টর হেডকোয়ার্টারে মঙ্গলবার বিকেল থেকে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।”
তিনি আরো বলেন, “সীমান্তে চোরাচালান, নারী ও শিশু, মাদক, অস্ত্র, বিস্ফোরক পাচার ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে। বিজিবির রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধি দলে দক্ষিণ বঙ্গ বিএসএফের আইজি শ্রী পেনডিয়া সিথারম, গৌহাটি বিএসএফের আইজি মধুসূদন শর্মাসহ বিএসএফের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা রয়েছে।”
কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, “১১ নভেম্বর তাদের ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের