
জিহাদ হোসাইন, ঢাকা: রমজান উপলক্ষে ‘সুপারশপ’ বা ‘মেগাশপ’ হিসেবে পরিচিত বাজার সদৃশ বড় দোকানগুলোতে ভিড় বাড়ছে। রাজধানীর এ জাতীয় দোকানগুলোতে এখন তুমুল ব্যস্ততা। ক্রেতারা ব্যস্ত নিজের প্রয়োজনী পণ্যটি সংগ্রহে আর দোকানীরা তাদের উপচে পড়া ভিড় সামলাতে।
‘রাজধানীর এ জাতীয় দোকানগুলোতে এখন তুমুল ব্যস্ততা’
রোজা শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ সোমবার রাজধানীর সুপরিচিত ‘চেইন সুপার শপ’ মিনা বাজার, আগোরা ও স্বপ্নের বিভিন্ন এলাকার দোকান ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে। রমজানের কারণে ক্রেতাদের চাপ বাড়ার বিষয়ে দোকানগুলোর কর্মকর্তারা নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেছেন, ঢাকার বিভিন্ন এলাকার বাজারের তূলনায় বাড়লে এসব দোকানে নিত্য প্রয়োজনী সামগ্রী অনেক কম দামে বিক্রি হচ্ছে বিধায় এ পরিস্থিতির তৈরী হয়েছে।
মিনা বাজারের আউট লেট ইনচার্জ রুপম রায় নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘মঙ্গলবার রোযা তাই ক্রেতাদের অনেক ভিড় এখন। আর আমাদের এখানে খোলা বাজারের তুলনায় দাম কিছুটা কম। তাছাড়া মানসম্মত জিনিসও পাওয়া যায়। যে কারণে অনেকেই এখন এখানে আসছেন।’ একই দোকানের অপারেশন ম্যানেজার খাইরুল নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, রমজান উপলক্ষে তারা ছয়শতাধিক পন্যে সর্বোচ্চ তিনশ টাকা অবধি মূল্য ছাড় দেবেন।’
আগোরার অপারেশন ম্যানেজার আরিফ হোসেইন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘আসলে এখানে ক্রেতারা রুচিশীল পণ্য পায়। খোলা বাজারের তুলনায় আমাদের পণ্যের দামও থাকে কম।’ স্বপ্নের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাহামুদও একই কথা বলেন। নিউজনেক্সটবিডি ডটকমকে তিনি আরো জানান, ক্রেতারা এখানে শুধু ভালো পন্যই পাচ্ছেন না; সেবামূলক আচরণও পাচ্ছেন।
মিনা বাজারের ক্রেতা গৃহিনী নাছরিন আক্তার নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘কম সময়ে নিরাপদে সুন্দর পরিবেশে সঠিক মান এবং সঠিক ওজনের পণ্য পাওয়া যায় বলে সুপার শপে আসা। আর এখানে দামও কিছুটা কম।’ আবার আগোরার ক্রেতা আইনজীবি মোবারক হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘খোলা বাজারে দাম নিয়ে অনেক কথা বলতে হয়। কিন্তু এখানে এমনটা করতে হয় না। পেঁয়াজ, ছোলা বুট এখানে কম দামে পাচ্ছি।’ স্বপ্নের ক্রেতা গৃহিনী তৌসিদা আফরোজ রুমীও নিউজনেক্সটবিডি ডটকমকে একই ধরনের কথা বলেন। তিনি এখানকার নিয়মিত ক্রেতা এমনটা জানিয়ে আরো বলেন, ঈদের আগ অবধি এমন ভিড় থাকবে।
সুপার শপগুলোয় দেখা গেছে, বেগুন কেজি প্রতি ৬৫ টাকা, পেঁয়াজ দেশি ৪৫ ইন্ডিয়ান পেঁয়াজ ২৫ টাকা, ছোলা বুট ৫ টাকা, শশা ২৫ টাকা, লেবু ৫ টাকা বিক্রি হচ্ছে। একই দিনে কারওয়ান বাজার, ঘুরে দেখা যায় বেগুন কেজি প্রতি ৮০ টাকা, পেঁয়াজ দেশি ৪৫ ইন্ডিয়ান পেঁয়াজ ৩০ টাকা, ছোলা বুট ৯৫ টাকা বিক্রি হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই্/এসকে