Wednesday, July 6th, 2022
খোয়াব নগরের গল্প
August 6th, 2016 at 5:17 pm
খোয়াব নগরের গল্প

সজিব ঘোষ, কুড়িগ্রামঃ দেশের সীমানা প্রায় শেষ। দেখা যায় ভারতের কাঁটাতার। ব্রহ্মপুত্রের শাখা নদীতেই জেগে উঠেছে একটি চর। নাম তার কালাইয়ের চর, যেখানে ৬০০ পরিবারের বাস। ব্রহ্মপুত্রের বুকে মাছ ধরাই তাদের কাজ। এই মুহুর্তে চারপাশে যতদূর চোখ যায় শুধু পানিই দেখা যায়। অনেকটা ভাঙ্গা গড়া জীবনের মতই।

এই পল্লীকে খুব কাছ থেকে দেখলে মনে পড়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’র কথা। দেশের বন্যা পরিস্থিতি ঘুরে দেখতে গিয়ে এমন চিত্রই ফুটে উঠে নিউজনেক্সটবিডি ডটকম’র কাছে। ছবিঃ জীবন আহাম্মেদ।

IMG_5675 copy

সূর্য জাগার আগেই জেগে উঠে এখানকার মানুষ। প্রতিদিনই দেখে নতুন করে বাঁচার আশা। নতুন দিনের সঙ্গে নতুন এক স্বপ্নেরও জন্ম হয় এখানে। বাঁচা মরার এই লড়াইয়ে খুব বেশি পরিবর্তন নেই তবুও পথ চলা, জীবনের সঙ্গে লড়ে যাওয়া।

কাশেম আলী জানালেন এই অঞ্চলের চিরচারিত কিছু রূপেরে কথা। তিনি বলেন, ‘এখানে সবাই মাছ মারে। মাছ মারাই বড় পেশা, এছাড়া আর কিছু করার নাই। যাদের নিজের নৌকা আছে তারা কিছুটা প্রাণ পায়, বাকিরা কামলা দিতে দিতেই শেষ।’

_MG_0115 copy

সুরুজ মিয়াও এই অঞ্চলের বাসিন্দা। তিনিও সুর মেলালেন কাশেম আলীর সঙ্গে। তিনি বলেন, ‘এখন চারদিকে পানি অনেক। যখন পানি থাকে না, তখনও আমাদের এই কাজই করতে হয়। আর যারা করে না তারা শহরে চলে যায় কাজ করতে।’

এভাবেই চলছে জীবন যাত্রা। তবুও এখানে বাঁচে স্বপ্ন, সবাই দেখে নতুন আশা।  হয়তো কোনো দিন ঘুরবে নিয়তির চাকা।

নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/পিএসএস

 


সর্বশেষ

আরও খবর

প্রধানমন্ত্রীপরিচয়ে তাজউদ্দীন ইন্দিরার সমর্থন আদায় করেন যেভাবে!

প্রধানমন্ত্রীপরিচয়ে তাজউদ্দীন ইন্দিরার সমর্থন আদায় করেন যেভাবে!


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


ঢাকার ১৫ মাইলের মধ্যে মিত্রবাহিনী

ঢাকার ১৫ মাইলের মধ্যে মিত্রবাহিনী


যুক্তরাষ্ট্রের হুমকীর মুখেও অটল ভারত

যুক্তরাষ্ট্রের হুমকীর মুখেও অটল ভারত


বেসামাল প্রেসিডেন্ট, গভর্নর দিশেহারা

বেসামাল প্রেসিডেন্ট, গভর্নর দিশেহারা


পালানোর চেষ্টা ব্যর্থ নিয়াজির

পালানোর চেষ্টা ব্যর্থ নিয়াজির


২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু

২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বঙ্গবন্ধু


করোনা সংক্রমন ঠেকাতে ব্রিটিশ সরকারের নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ  ১০ হাজার পাউন্ড জরমিানা

করোনা সংক্রমন ঠেকাতে ব্রিটিশ সরকারের নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরমিানা


ভাইরাসের সাথে বসবাস

ভাইরাসের সাথে বসবাস


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা