
ঢাকা: নাটোরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার বিকালে আইএসের ‘সংবাদ সংস্থা’ আমাক’এ প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।
একই বিবৃতিতে বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু মংশৈউ চাককে হত্যার দায়ও স্বীকার করে আইএস। গত ১৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারে ঢুকে ওই ভিক্ষুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এর আগে রোববার বেলা ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলায় খ্রিস্টান দোকানি সুনীল গোমেজের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাড়ি বনপাড়া খ্রিস্টান পল্লীতে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ মুদি দোকানে বসেছিলেন সুনীল গোমেজ। ওই সময় একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম হত্যার বিষয়টি নিউজনেক্সটবিডি ডটকম’কে নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা ১২ টার দিকে স্থানীয় ভ্যান চালক দোকানের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানের মধ্যে সুনীলের মৃতদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ষাটোর্ধ্ব এই বৃদ্ধের সাথে কারো কোন শত্রুতা ছিলনা। তারপরেও কেন তাকে এভাবে হত্যা করা হলো তা কেউই বুঝে উঠতে পারছেন না।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দীন নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, সুনীল গোমেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়টি এখনো পরিস্কার নয়। স্থানীয় লোকজন কাউকে হত্যা করতে দেখেনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই