
ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর হত্যাকাণ্ড, শোলাকিয়ায় জঙ্গী হামলা এবং সারাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কর্মী রিয়াজুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে বুধবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় বলেন, ‘গুলশানের রেস্টুরেন্টে যে হামলার ঘটনা ঘটলো, আমরা কেউই কখনো কল্পনা করিনি যে বাংলাদেশে এমন ঘটনা ঘটতে পারে। আমি মনে করি বাংলাদেশ এখন একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গীবাদী দেশ যে পদাঙ্ক অনুসরণ করে বিশ্বের কাছে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, বাংলাদেশও ঠিক একই পদাঙ্ক অনুসরণ করছে।’
নিউইজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি