
ঢাকা: সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকালে শাহবাগে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি জানান, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১৮ জুলাই থেকে মাসব্যাপী গণসংযোগ পালন করা হবে। ২০ জুলাই সারা দেশে বিক্ষোভ মিছিল ও ২২ জুলাই শাহবাগে গণমিছিল কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
এর আগে এক ভিডিও বার্তায় ইমরান সরকার বলেন, ‘১৫ জুলাই থেকে আমরা রাজপথে নামছি। সারাদেশে আমাদের কর্মসূচি থাকবে। গুলশান ও শোলাকিয়ার হামলা সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। এ আঘাত প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই সরকার জঙ্গিবাদ ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার না করে আন্তরিকভাবে সমাধান করবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/পিএসএস