
ঢাকা: আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের নীতি হিসেবে গ্রহণ করেছেন বলে দাবি ছাত্রদলের। ফেনী ও নারায়ণগঞ্জ ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এমন ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ, সরকারের লাঠিয়ালবাহিনী হিসেবে কাজ করছে। সরকার গণতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের নীতি হিসেবে গ্রহণ করেছে। বর্তমান ভোটারহীন সরকারের পুলিশ বাহিনী নিজের নিরপেক্ষ ভাবমুর্তির তোয়াক্কা না করে, অন্যায় ভাবে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে ফেনী ও নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাদের গ্রেফতার তার একটি উদাহরণ মাত্র।
ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদারকে রোববার সন্ধ্যায় শহরের মহিপাল এলাকা থেকে গ্রেফতার করে ফেনী থানা পুলিশ। একইসাথে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা দর্পন প্রধানকে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে পুলিশ গ্রেফতার করে।
এঘটনার নিন্দা জানিয়ে ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা দর্পন প্রধানের নিঃশর্ত মুক্তি দাবি করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: সজিব ঘোষ