
যশোর: যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া (যশোর) এলাকায় পরিবহনযাত্রীদের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিউজনেক্সটবিডি ডটকম’কে নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাকাতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার ভোরে একদল ডাকাত যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়ায় সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়।
কিন্তু গাছ ছোট হওয়ায় ব্যারিকেড ভেঙে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ধাক্কায় এক ডাকাত আহত হয়। পরে পরিবহনযাত্রীরা নেমে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/এসআই