
সাভার: বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশ মোতাবেক গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ব্যাচে এলএলবি (সম্মান) ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নামের তালিকা ইতোপূর্বে বার কাউন্সিলে প্রেরণ করা হয়েছে। কতিপয় শিক্ষার্থী বার কাউন্সিলের নির্দেশ মোতাবেক ইংরেজিতে তাদের নিজ নাম, পিতা ও মাতার নাম সঠিকভাবে উল্লেখ না করায় প্রথম তালিকায় তাদের নাম প্রেরণ করা হয়নি বলে বিভাগ সূত্রে জানা গেছে ।
পরবর্তীতে সঠিকভাবে তথ্য সরবরাহ করায় তাদের নাম সংশোধিত তালিকায় অন্তর্ভূক্ত করে বার কাউন্সিলে প্রেরণ করা হয়। কতিপয় শিক্ষার্থী দীর্ঘদিন উক্ত বিষয়ে নির্লিপ্ত থেকে বর্তমানে আইন বিভাগে উপস্থিত হয়ে বার কাউন্সিলে তাদের নাম প্রেরণের অনুরোধ করছে।
এমন পরিস্থিতিতে উল্লেখিত ব্যাচে যে সকল শিক্ষার্থী এখনো ইংরেজিতে তাদের নিজ নাম, পিতা ও মাতার নাম, সেশন, রেজিস্ট্রেশন নং, পাসের সন, প্রাপ্ত সিজিপিএ আইন বিভাগে জমা দেয়নি তাদেরকে আগামী ৮ জানুয়ারীর মধ্যে উক্ত তথ্যগুলো আইন বিভাগে জমাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম জানান, উপর্যুক্ত তথ্যগুলো উল্লেখিত সময়ের মধ্যে কোন ছাত্র-ছাত্রী আইন বিভাগে জমা দিতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ/আইন বিভাগ এর কোনো দায়-দায়িত্ব গ্রহণ করবে না।
প্রতিবেদন: আসিফ আল আজাদ, সম্পাদনা: মাহতাব শফি