
লন্ডন: ব্রিটেনের ইইউতে থাকা না থাকার প্রশ্নে ২৩ জুন বৃহস্পতিবার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ ৪ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন ভোটার এতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির দীর্ঘ পথপরিক্রমায় এটা মাত্র তৃতীয় গণভোট।
চারমাস ধরে ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) থাকা (রিমেইন) বা ত্যাগ করা (লিভ) নিয়ে তীব্র বিতর্কের পর বৃহস্পতিবার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ব্রিটিশরা।
এদিকে লিভ ও রিমেইন উভয়পক্ষের নেতারা তাদের প্রচারণা শেষ করেছেন। সবাই নিজ নিজ সমর্থকদের প্রতি পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনবাসীর প্রতি ইইউতে থেকে যাওয়ার পক্ষে ভোট দেয়ার সর্বশেষ আবেদন জানিয়েছেন।
রাতে ভোটগ্রহণ শেষ হলে শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছেন ব্রিটেনের নির্বাচন অফিসের কর্মকর্তারা। সূত্র: বিবিসি।
নিউজেনেক্সটবিডি ডটকম/এসআই