গণভোট শেষ, চলছে গণনা

ডেস্ক: ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, তা নিয়ে যুক্তরাজ্যে গণভোট শেষ হয়েছেম এখন চলছে গণনার কাজ। এ পর্যন্ত মোট ২০ শতাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে মিশ্র ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক সময়ের অন্য যে কোন নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা গেছে। নির্বাচনের দিন আন্তর্জাতিক লেনদেনে ইউরো এবং স্টার্লিং এর দর এ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এই গণভোটটিকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসজি