গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গোপালগঞ্জ: গরু চুরির অভিযোগে গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সালামের বাড়ি খুলনার রূপসা এলাকায়।
সোমবার রাত দেড়টার দিকে সদর উপজেলার হরিদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা।
এলাকাবাসী জানায়, ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল রাত দেড়টার দিকে সদর উপজেলার হরিদাশপুর গ্রামের রাঙ্গা মোল্লার বাড়িতে গরু চুরি করতে আসে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে দুইজনকে ধরে ফেলে। এ সময় চোরদলের অন্য সদস্যরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আটককৃতদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: মাহতাব শফি