
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নতুন কাঁচাবাজারে মহিষের মাংসকে গরুর মাংস এবং ছাগলের মাংসকে খাসির মাংস বলে বিক্রির অভিযোগে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর কাঁচাবাজার ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
হেলাল জানান, অভিযান চালানোর সময় আমরা দেখতে পেয়েছি কয়েকটি দোকানের পরিমাপক যন্ত্র ত্রুটিপূর্ণ, যা দিয়ে ক্রেতাদের ওজনে কম মাংস দেয়া হচ্ছে। এছাড়া মহিষের মাংসকে গরুর মাংস এবং ছাগলের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, এই অপরাধে গোলাম মর্তুজা মাংসের দোকানের মো. ইকবাল কোরাইশীকে(৪৫) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড; জনপ্রিয় খাসির মাংসের দোকানের কাউসারকে (৩২) ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড; বিসমিল্লাহ খাসির মাংসের দোকানের আনোয়ার হোসেনকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড; বাবা-মায়ের দোয়া মাংসের দোকানের মো. জনিকে (২৬) ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড; আলী মাংসের দোকানের মো. আবেদকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড; কোরাইশী মাংসের দোকানের মো. রফিককে (২৬) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড; ভান্ডারী মাংসের দোকানের মো. সেলিমকে(৪৩) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই