
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক জেএমবি সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, চিহ্নিত জেএমবি ক্যাডার মো. জাহাঙ্গীর হোসেনের বাড়িতে কয়েকজন জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জেএমবি সদস্যরা। এতে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এক জেএমবি সদস্য নিহত হন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাদতন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা পর্যায়ক্রমে নেয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/এসআই